রবি করিম
সতত হে
তোমার কথাই মনে পড়ছে
প্রিয় বাংলাদেশ ৷
হিঙ্গুলী, সৃষ্টিপুল মাহাদূর পেরুলেই বাতানে
ক্লান্ত নিবাস!
বিশ্বকুমারের আপ্যায়ন মুগ্ধ
মৌসুমী অতিথি পাখিরা
আবদুল্লা বিন মুছা মত মহাধনবান চিত্তে
পুষ্পার্ঘ্যময় পিতার সমাধি !
মনাস্তানায় হাজারপার্বন জলসা
আকুন্ঠপান সাঁইজির গান,
অমিত্রাক্ষরে মহামায়া বিরহে কাতর
কাবেরী করিম দাশ !
সতত হে
তোমার কথাই মনে পড়ছে ৷
জানুয়ারি ২৬, ২০১৫
রুহী ওমান
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন