প্রেসক্লাব
রবি করিম
জীবনের কতরাত নির্ঘূম কেটেছে
তোমাকে ভেবে, সারারাত মাতাল কবি।
ঘুমন্ত তোমার বালিশ আমি দিয়েছি পাহারা,
বাকিরা ঘুমিয়েছে,
প্রেসক্লাবেই শুধু জমেছিল নানারকম কোলাহল,
সম্ভ্রান্ত কন্যাগন করেছে উল্লাস।
আর কেউ কথা রাখেনি বলে,
তুমি ফেলেছো দীর্ঘশ্বাস।
আজ হরিণের কাছে যায়নি কিশোরি
লোলুপ পরিমল!
ঢাকা,সুচিন্তা ০৮.২৯.২০১৩
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন