বৃহস্পতিবার, ৪ জুন, ২০১৫

ফুলবাবু

শ্রী টুইংকেল বড়ুয়া করকমলে

অসুর নয় যে শ্বশুর
তাঁর জন্মদিনে ও তো ……পূর্নিমা থাকে ৷
স্মৃতির সোনালি চিল
সেই হায়…হায় সোনালি ডানার চিল উড়ে যায় ৷

ঘুমন্ত খোরগোশ পড়ে থাকে ঘোর নিদ্রায়
এক পা দু'পা করে গতিময় জীবনআনন্দে
এগিয়ে যায় দৌড়বিদ কাছিমকাল ৷

এভাবে বিহারে তপোবনে পাপে-পুন্যে
পরিমল সিদ্ধি লাভে 
'পোয়েমিক্স রিয়ালস্টিক মাল্টিমিডিয়া থিয়েটারে'
তপস্যামগ্ন  সাধু!
'প্রেম একবার এসেছিল'
বলে বসে নেই তাই
না শ্যাম না কুল ৷
এ বিশ্বচরাচরে  সবই তো ফুল
ফুলে পত্রে পল্লবে কুসুম কোমলে বিছায়েছেন
মন
সে মনে আছে আরো হাজার ফুলবৃক্ষসমেত নার্সারী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন