বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০১০

নিষ্পাপ পাপের কড়চা

by Robi Karim on Monday, April 26, 2010 at 12:17am



উত্তাল কামের জোয়ারে ভাসতে ভাসতে
পান করে নিলে অবৈধ বিষ।
ধানের শীষের মত হেলে দুলে
সবুজ থেকে আজ তার রং সূবর্ন।
প্রবল বেদনার জোয়ারে ভাসতে ভাসতে
বেরিয়ে এলো একখন্ড নিষ্পাপ পাপ।
নাম তার সোনালি ফসল
নাম তার সবুজ কলঙ্ক

সকালের রোদে ফুলের টবে নিষ্পাপ পুষ্প ফোটে
সকালের রোদে ময়লার স্তুপে নিষ্পাপ পুষ্প ফোটে
সকালের রোদে ফুটপাতে নিষ্পাপ পুষ্প ফোটে
সকালের রোদে মন্দিরবেদীতে নিষ্পাপ পুষ্প ফোটে
সকালের রোদে পার্কে নিষ্পাপ পুষ্প ফোটে

কুমারী মায়ের লজ্জার ফসল;শুভ জন্মদিন
কুমারী মায়ের অবৈধ কান্না;শুভ জন্মদিন

তোমার হৃদয় কাঁদে মমতার কান্না
তোমার স্তন কাঁদে পূর্নতার কান্না
তোমার নাড়ি কাঁদে বাঁধন ছেঁড়ার কান্না।

নবাগত শিশুটি আজন্ম কলঙ্ক
পড়ে থাকে
ফুলের টবে
ময়লার স্তুপে
ফুটপাতে
মন্দিরবেদীতে
পার্কে
নামঠিকানাবিহীন
পিতৃমাতৃপরিচয়হীন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন