বালকবেলা
কৈশরের এবং আজ অবধি
তোমাদের রেখেছি পুষে হৃদয়ে;অতলগহীনে
যতটুকু করেছো ঘৃণা
ভালবেসেছো তারও সমুদ্রঅপার।
ঘাসফড়িং প্রজাপতি প্রতারক ভ্রমরের মত ছুটেছি পিছু
উল্টোরথ
উল্টোপথের বাঁকে
টানপোড়নের সুতো নাটাই বিচ্যুত হলই বা
আবার ফিরে পেয়েছি ভোকাট্টা ঘূড়ি।
জীবন আলোঅন্ধকারে
বন্ধু তোমাকে পাই আপন বলয়ে
"আলো দিয়ে বায়ূ দিয়ে বাঁচাও প্রান"
তুমি বন্ধু...
তুমি চিরমহান
থমকে থাকা
ধূলোমাখা স্মৃতির জঞ্জাল
বন্ধু তোমার চোখের আলোয় খুঁজছি নতুন সকাল।
@বন্ধুদিবস,২০১০
নিকুঞ্জ-২,খিলক্ষেত ঢাকা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন