by Robi Karim on Monday, May 10, 2010 at 10:54pm
ঘরহীন কবি;ঘরকুনো রমনীকুলের মুক্তির ক্ষুরধার কলম
আপোষহীন কবি;সেই থেকে আজো ঘরহীন
দেশহীন কবি;মোল্লাপুরুতের বাড়াভাতে পা
পান থেকে ধর্মের খসে গেছে চুন
সেই থেকে আজো দেশহীন।
প্রিয় তসলিমা নাসরিন,
কবি'র ঘর থাকতে নেই
দেশ থাকতে নেই।
৫৬০০০ বর্গমাইল ভূমিডাকাতের লক্ষ্যবস্তু
তাতেও টনক নড়েনি কারো
চলে যাচ্ছে দিন দিব্যি
তোমাকে ফিরে পাব আবার
প্রিয়তমা খনা
তোমাকে ফিরে পাব তসলিমা নাসরিন।
আপোষহীন কবি;সেই থেকে আজো ঘরহীন
দেশহীন কবি;মোল্লাপুরুতের বাড়াভাতে পা
পান থেকে ধর্মের খসে গেছে চুন
সেই থেকে আজো দেশহীন।
প্রিয় তসলিমা নাসরিন,
কবি'র ঘর থাকতে নেই
দেশ থাকতে নেই।
৫৬০০০ বর্গমাইল ভূমিডাকাতের লক্ষ্যবস্তু
তাতেও টনক নড়েনি কারো
চলে যাচ্ছে দিন দিব্যি
তোমাকে ফিরে পাব আবার
প্রিয়তমা খনা
তোমাকে ফিরে পাব তসলিমা নাসরিন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন