বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০১০

নাগরাজ-সাপিনীর জন্য কবিতা


by Robi Karim on Friday, May 21, 2010 at 7:48pm

(কবিবন্ধু সাইফুদ্দীন মাসুক ও তার প্রেমিকা সাপিনীকে উৎসর্গ)


সাপ! সাপ অনেক অনেক অনেক অনেক......... সাপ
সাপে ভরপুর পৃথিবী
শহর বন্দর লোকালয় ফুলেরটব ফুটপাত
একুরিয়াম শীতাতপনিয়ন্ত্রন ৯৭তলা এপার্টমেন্টে সাপ
উদ্যান পায়ে চলা পথ
উদ্ভট বন্দিশালা মাতাল পানশালা
নতুন মদের বোতলে সাপ
শিশু কিশোর যুবক বয়সের ভারে নুয়ে পড়া বৃদ্ধ সাপ
মোল্লার আলখাল্লা পুরুতের ধূতিতে পেঁচানো সাপ
সাপের দেশের রাজা প্রজারাও সাপ
রাজনীতিক আমলা সর্পরাজের প্রশাসন
বিচারক উচ্চবিচারালয় ছোটবড়
সাপের ফনায় বিষকনায় থমকে আছে আপামর....।

গিটারে সুর তোলে নাগ-নাগিনীর খেলা
বেহালায় ঝংকার নাগরাজ-সাপিনীর গান
বীন ও ঝোলা গুটিয়ে বসে বসে পান চিবোয়
বেরসিক বেঁদে
নবজাতক সর্পসন্তানের অকারন লাফালাফিতে প্যান্ট উচিঁয়ে
আনমনে হেঁটে যায়
একজন জয়দেব মহাজন।
গেয়ে যায় নাগরাজ-সাপিনীর গান।

@সৃষ্টিপুল
০৪.০৫.২০০৭

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন