বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০১০

ফেসবুকের শোকসভা

by Robi Karim on Sunday, June 6, 2010 at 10:51pm

সরকারের একটি দায়িত্বজ্ঞানবিবর্জিত সিদ্ধান্তের বলী হইয়া অকালে প্রান হারাইল ফেসবুক।(ইন্নালিল্লা.......রাজেউন)
বেচারা ফেসবুক জনগন দেখতো টেখতো দু এককলম লিখতোও এখন সে কথার ইতি। তার সাথে গতপরশুই আমার শেষ সাক্ষাত। আর আমার সেইসব বন্ধুরা ভারর্চুয়ালে যাদের সাথে আমার পরিচয় তাদের কথা আমি ভুলতে পারবোনা,ভুলতে পারবোনা আমার সেইসব স্ট্যাটাস,পোষ্ট,কমেন্টকে।আমার মত এমন হাজারো ব্লগার আছেন যাদের অন্তরে ফেসবুকের জন্য শোকের অন্ত নাই

নবী ও রাজনৈতিক ব্যঙ্গের উর্ধ্ধে এসকল মহাশয়দের থেকে দূরে থাকুন।

ফেসবুক অমর হোক আরো লিখিবার ইচ্ছা থাকিলেও সময়ের অভাব হেতু লিখিতে পারিলাম না ।
সাধু ও চলিত মিশ্রন দূষনীয় জানা সত্বেও এমন ইচ্ছাকৃত ভুল ইচ্ছা করেই করলাম। রাজনীতির সাধুরা যখন নিজেদের নীতি বিসর্জন দিয়ে চক্ষু লজ্জা ভুলে নিজেদের হীন স্বার্থকে চরিতার্থ করেন তখন আমাদের চক্ষুতেও সয়ে যায়।আমরা আপামরজনতা যদি একটুআধটু সাধুকে অসাধুতে মিশাইয়া ফেলি তখন তেমন দোষের হবে বলে মনে হয়না।
এইসব ভন্ড রাজনীতিক(দুই নেত্রী) এবং জাতীয় সন্তগন আপনারা মহান আপনারা মহান আমরা শুধু আপনাদের গুনগান গাই।
আমাদের দুই নেত্রী একজন পুতুল অন্যজন পুতুলের মা,তাই জনগনের যাবতীয় চাহিদা আপনাদের কাজে নিতান্তই পুতুল খেলা।চাহিবা মাত্রই এখেলা ভুন্ডুল করার ক্ষমতা আপনারা সংরক্ষন করেন।

আসুন এবার জনগনের পক্ষ হইতে আমি অতি নগন্য একবার খতিয়ে দেখি কেন আমাদের ডিজিটাল তান্ত্রিক সরকার কেন এমন জগন্য সিদ্ধান্তে উপনীত হইলেন,
১)পাকিস্থানের সিদ্ধান্তের প্রতি সম্মান জানানোর জন্য তাদের সিদ্ধান্তের সাথে একাত্নতা পোষনের জন্য সরকারের ঘরে যারা পাকিস্থানপন্থী তারা এমন সিদ্ধান্ত নিলেন।
২)পাকিস্থানের দোসর যারা এখনো এদেশে রাজনীতির কলকাঠি নিয়া যারা নাড়ানাড়ি করেন তাদের
হাতে যেন কল না যায় অর্থাৎ জামাতের মহাননবীরা থুক্কু নেতারা যাতে ফেসবুককে ইস্যু করতে না পারে তাই ফেসবুক কে আগাম বন্ধ করে দিলেন।
এই দুইটি কারন হইয়া থাকিতে পারে
এতে এই কথাটি কি ঘূর্নাক্ষরেও প্রমানিত হয়না, সরকার (?) তাহাদের বড়ই ভয় করেন ।
করিলেও করিতে পারেন কারন তারা যা করেন তাই কর্ম।কর্তার ফাদে কখনো গন্ধ নাই।

পাঠক দুঃখিত লেখাটি সাধুচলিত মিশ্রনের মত দন্ডণীয় দোষে দুষ্ট এর কিছুটা ইচ্ছাকৃত কিছুটা অনভিপ্রেত। চাহিবা মাত্র ক্ষমা করিতে বাধ্য থাকিবেন যেমনটা আপনারা আমাদের রাজনৈতিক ধোয়াতুলসী পাতাদের বেলায় করে থাকেন।

আসুন আমরা ফেসবুকের মৃত্যুতে শোকসভা করি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন