তাতেই জীবনের পাঠ নিকেতন শেষ নয়।
এ জীবনে আরো কতো বাঁকের পরে বাঁক।
5D মাত্রায় আরো কতো কিছুই দেখি
কি করে জীবন হাওর-বাওড় ঘোরে,
হিঙ্গুলী গাঙের এতিম জলের মতোই
ফেনী নদী ও মুহুরী বাঁধের স্লুইজ গেটের
ধাক্কা মাড়িয়ে তবেই কুলীন সমুদ্রে যায়।
এরপর বোঝে
নদী জল নোংরা কতো
সাগরের জল সে তো অথৈ নীল।
নদীতে থাকাকালে গড়াতে গড়াতে
জলেরধারা কলকল ছলছল বুকে কতো পলি
ড্রেজিংয়ের কর্তাই শুধু জানে তার ওজন!
নোংরা জলও সাগরের বুকে পেয়ে যায় নিঃশর্ত ঠাঁই!
এভাবে পাপে ও শাপে
কেটে যায় এই নশ্বর নৌকাজীবন।
মহানগর ঢাকা ১৭ আগষ্ট ২০২০
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন