দুরে নও কখনো তুমি,
যে গভীর বিশ্বাস নিয়ে স্বপ্নহীন দীর্ঘ ঘুমে শুয়ে আছো অন্তরে, হিঙ্গুঁলীর সোনামাটিতে৷ তারও অনেক কঠিন অবিশ্বাসে আমিও তেমন ঘুমে, ঘুমিয়ে যেতে চাই মাহাদুরে ক্লান্তনিবাসে ৷
মৃত্যতে ভয় নেই, তাতো মনের হরশে জাগায় জীবনানন্দ ৷ জীবনসংসারে সাধুরূপী স্বার্থপর মানুষগুলোর চেহারা দেখে দেখে বেঁচে থাকটাই মৃত্যু অপেক্ষা ঢের ভয়ের ৷
যাবতীয় অন্ধ হিংসার হাত থেকে বেঁচে থেকে থেকে মুখোশ ঢাকা মানুষগুলোর ভেতরের লাশ দেখবো বলে,
ধমনীতে বহতা স্রোত জলকনার প্রতি ফোঁটায় তোমাকেই শুধু দেখতে পাই ৷
বেঁচে আছি বলেই সভ্য হবার সাধ জাগে মনে ৷
রক্তে ও মস্তিষ্কের অন্ধকারে আলো হাতে আরো কিছুকাল দাড়িয়ে থাকো পিতা ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন