মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর, ২০১২

আলো

আলো
রবি করিম




আলো নেই
এই দীঘল পূর্নিমাতেও
এখানে শুধুই অমাবশ্যা.. .. ..
দিনের কাঠফাটা রোদের ঝলকানিতেও
এতটুকু আলোর ফুলকি নেই
এশহরের আপামর সাদাছড়ি হাতে
করে কেবল আলোর সন্ধান
লুটেরা শাসক লুটে নেয় সব আলোক,
খুঁজে নেয় আরো অনেক অনেক অন্ধকার।
পা’চাটা খবরের কাগজে
সেই অসীম অন্ধকার লাল শিরোনামে
”আলো সবই আলো”
তেমনি এতসব টিভি চ্যানেল
করে লাইভ টেলিকাস্ট।

দিন
রাত
এশহরের আপামর সাদাছড়ি হাতে
করে কেবল আলোর সন্ধান........।


নিকুঞ্জ-২
১৮ভাদ্র ১৪১৯

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন