শনিবার, ৬ নভেম্বর, ২০১০

হিঙ্গুলী-টু-হেঁয়াকো /সোহেল অমিতাভ

কাশ্মীরী আমন্ত্রনে পরিবেশ পর্যটনে
কাটবন পথ ধরে এই হেঁয়াকো যাত্রা,
বিরতি করেরহাট ফরেস্ট বিটে।
পাহাড়ী হিঙ্গুলী গড়াই বাক পেরিয়ে
মাহাদুর জেরুমিয়া বাংলো-
চারিদিকে জীবনান্দ!

সম্মুখে সূর্য ডোবে তো পেছনেই চন্দ্র উপস্থিত,
তাঁর জ্যোতি জনপদে আগামী নায়িকা,থিয়েটার,
পয়েমিক্স রিয়ালস্টিক মাল্টিমিডিয়া
লক্ষ্য যার হিঙ্গুলী- টু- হেঁয়াকো পারাপার!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন