জল জোয়ার আর কাদামাখা ভূমিতে ভূমিকাহীন হাহাকার
দু'বেলা অন্নের অন্বেষনে
জলের বুকে জাল ফেলে রূপার সন্ধান।
শূন্য জাল তুলে সাঁঝে;খালিহাতে ঘরে ফেরে
বেহিসেবী ধীবর।
মেঘ ছাড়িয়ে এলো বৃষ্টি
জলের উপর নৃত্য
ভিজে ভিজে জোয়ারভাটা পাড়ি দিতে
অপেক্ষমান আমি
খেয়াঘাটের মাঝি হাঁক ছাড়ে
খেয়া ছা---আ---ড়ে,
যাবার আ--ছে---ন ওপার!!
@পাথরঘাটা,বরগুনা
দু'বেলা অন্নের অন্বেষনে
জলের বুকে জাল ফেলে রূপার সন্ধান।
শূন্য জাল তুলে সাঁঝে;খালিহাতে ঘরে ফেরে
বেহিসেবী ধীবর।
মেঘ ছাড়িয়ে এলো বৃষ্টি
জলের উপর নৃত্য
ভিজে ভিজে জোয়ারভাটা পাড়ি দিতে
অপেক্ষমান আমি
খেয়াঘাটের মাঝি হাঁক ছাড়ে
খেয়া ছা---আ---ড়ে,
যাবার আ--ছে---ন ওপার!!
@পাথরঘাটা,বরগুনা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন