বর্ষায় গেল যে ফিরে আসেনি সে আর
আমি যাইনি ফের
দায় ছিলনা ফিরে যাবার
এরপর আরো এক হালি বরষা
কেটে গেল
কেটে গেল
তবু ফিরে যাইনি
স্মৃতিতে জমে নানা রঙ ও ঢঙের প্রেমের পান্ডুলিপি কৃষ্ণচূড়া তলায় ভিজে ভিজে
লালে জলে ছিলাম সেকাল
তুমিহীন সুখী বরষা আমার আকাল ঠেকে
এরপরও এসব কথা আজ স্টার্চু !
উল্টোরথের দিনকাল শহরের বুকে
আমি যাইনি ফের
দায় ছিলনা ফিরে যাবার
এরপর আরো এক হালি বরষা
কেটে গেল
কেটে গেল
তবু ফিরে যাইনি
স্মৃতিতে জমে নানা রঙ ও ঢঙের প্রেমের পান্ডুলিপি কৃষ্ণচূড়া তলায় ভিজে ভিজে
লালে জলে ছিলাম সেকাল
তুমিহীন সুখী বরষা আমার আকাল ঠেকে
এরপরও এসব কথা আজ স্টার্চু !
উল্টোরথের দিনকাল শহরের বুকে
উদভ্রান্ত প্রেমিক পুরোনো স্মৃতির কড়াইতে
ঝাল দেবার মানষে
একাকী ভিজি অঝোর বরষায় ৷
ফিরে এলোনা সে
আমিও যাইনি ফিরে
প্রিয়তমা বরষার ডাকে।২ জুলাই ২০০৯
আমিও যাইনি ফিরে
প্রিয়তমা বরষার ডাকে।২ জুলাই ২০০৯
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন