বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০১০

ফের বর্ষা কাব্য



বর্ষায় গেল যে ফিরে আসেনি সে আর
আমি যাইনি ফের
দায় ছিলনা ফিরে যাবার

এরপর আরো এক হালি বরষা
কেটে গেল
কেটে গেল
তবু ফিরে যাইনি
স্মৃতিতে জমে নানা রঙ ও ঢঙের প্রেমের পান্ডুলিপি কৃষ্ণচূড়া তলায় ভিজে ভিজে
লালে জলে ছিলাম সেকাল
তুমিহীন সুখী বরষা আমার আকাল ঠেকে
এরপরও এসব কথা আজ স্টার্চু !

উল্টোরথের দিনকাল শহরের বুকে
উদভ্রান্ত প্রেমিক পুরোনো স্মৃতির কড়াইতে
ঝাল দেবার মানষে
একাকী ভিজি অঝোর বরষায় ৷
ফিরে এলোনা সে
আমিও যাইনি ফিরে
প্রিয়তমা বরষার ডাকে।
২ জুলাই ২০০৯

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন