ফিরে এসো জীবনানন্দ
লিখে দাও ক্ষুধার কালজয়ী কবিতা
ক্ষুধার রাজ্যে পৃথিবী ..........।
রেললাইনের ধারে বস্তিতে মোটাসোটা ধনকূবের
বিলাচ্ছেন দানের আহার।
টানাসাপ্তাহদুই জল ভিন্ন অন্য দানাপানি পেটে পড়েনি
কঙ্কালসার বৃদ্ধ হন্যে খুজেছে খাবার।
তাঁর জন্য রোজা আসেনি;আসেনি ইফতার
ফিরে এসো হে জীবনানন্দ
লিখে দাও কালজয়ী কবিতা;ক্ষুধিত মানুষের।
@তালেরটেক
১৭ সেপ্টেম্বর ২০০৯,
লিখে দাও ক্ষুধার কালজয়ী কবিতা
ক্ষুধার রাজ্যে পৃথিবী ..........।
রেললাইনের ধারে বস্তিতে মোটাসোটা ধনকূবের
বিলাচ্ছেন দানের আহার।
টানাসাপ্তাহদুই জল ভিন্ন অন্য দানাপানি পেটে পড়েনি
কঙ্কালসার বৃদ্ধ হন্যে খুজেছে খাবার।
তাঁর জন্য রোজা আসেনি;আসেনি ইফতার
ফিরে এসো হে জীবনানন্দ
লিখে দাও কালজয়ী কবিতা;ক্ষুধিত মানুষের।
@তালেরটেক
১৭ সেপ্টেম্বর ২০০৯,
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন