সাধারনত মন খারাপ হলেও কখনো কাউকে বলিনা "আমার মন খারাপ" মন খারাপের মাত্রা যতই বেশি হোকনা কেন।"নিজের বেদনা নিজের কাছে রাখি" এইনীতি মেনে চলি।
কিন্তু সাম্প্রতিক সময়ের বেগুনবাড়ি ভবন ধস ,নিমতলী(নবাবকাটারায়) ট্রাজেডি মৃত মানুষদের জন্য মন খারাপ হচ্ছে বারবার।মনে পড়লেই হৃদয় খুঁড়ে জেগে উঠছে বেদনা ।
এ শোক আমার একার নয় এ শোক ৫৬০০০বর্গমাইল জুড়ে বিস্তৃত সকল মানুষের।
আমার ও নিজেকে নিজে বলতে হল আমার মন খারাপ।
আমার লেখা বৃষ্টি কবিতাটি সেইসব স্বজন যারা অকালে প্রান হারিয়েছেন তাঁদের উৎসর্গ করলাম
বৃষ্টি//
প্রিয়হারা বেদনার
সাতরঙ্গা
রংধনুকষ্ট
কালোমেঘে ঢেকে
অঝোরে ঝরছে
অনন্তকাল
@নিকুঞ্জ-২
০৫ জুন ২0১0শনিবার
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন