দু'আনার অফিস শেষ করে বিষন্নমনে; ফিরছি যখন
বাংলা-নায়িকা থ্যাবড়ানো বুকটা মেলে ধরে আছে,
বসবে বলে শকুন-মাছি-ইত্যাদি পরজীবি,
আবর্জনাময় ঠোঁটে লেগে আছে দশবছরের বাসি লিপস্টিক
নগ্ন পোষ্টার দেখে নগ্নমনে৷
গতিময় এয়ারপোর্ট রোড়ের পার্শ্বধরে হেঁটে আসি বাসস্টপ পর্যন্ত।
দু-একদিন ধরে অন্য একজনের কোন খোঁজ নেই,
মুঠোফোনটাও যেন অবশ হয়ে যাচ্ছে,
দিন বদলের বিঞ্জাপন দিচ্ছে দীঘল ঠোঁটের মে'টি।
এসব ফেলে একলাফে উঠে যাই ১০নাম্বার বাসে
ঝুলে ঝুলে পৌঁছে যাই
আমার অসর্ম্পূন্ন মন্দীরে।
বিষন্ন দিন রাতের কোলে বিবস্ত্র নিদ্রা যায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন